1

জাবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে চলমান আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন জানিয়েছেন, উপাচার্যের অপসারণই বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল করতে পারে। বুধবার দিনব্যাপী অবরোধ ও ধর্মঘট কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় অধ্যাপক রায়হান রাইন বলেন, আন্দোলনের দুইজন সংগঠককে লাঞ্ছিত করেছেন একজন শিক্ষক। আমরা এ ঘটনার বিচার কার কাছে চাইবো? বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রক্টর সেই উপাচার্যের তাবেদারি করে, যৌন নিপীড়নবিরোধী সেলের প্রধান অভিযোগের তদন্ত করতে গিয়ে উল্টো ভুক্তভোগীকে হয়রানি করে। পুরো বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খল হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো উপাচার্যের অপসারণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ হলেই বিশ্ববিদ্যালয় স্থিতিশীল হবে।
এ সময় চলমান ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ও শনিবারের সান্ধ্যকালীন কোর্সও ধর্মঘটের আওতায় থাকবে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর থেকে উপাচার্যের অপসারণ দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনকারীরা। গত ২৮ অক্টোবর থেকে অবরোধ কর্মসূচি ছাড়াও ধর্মঘটের ডাক দেন তারা।