1

জাতিসংঘে গিয়ে সেলফি তুলে ভাইরাল এই রাষ্ট্রপ্রধান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে রাষ্ট্রপ্রধানদের মেলা বসে রীতিমতো। সেখানে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বৈঠকসহ সার্ক, ওআইসির মতো সংস্থা ও জোটের বৈঠকও সেরে নেন তারা।

এ ছাড়া অধিবেশনে প্রত্যেকের বক্তব্য তো আছেই। সেখানে রিসেপ তায়েপ এরদোয়ান যেমন জ্বালাময়ী বক্তব্য দেন, আবার হাসির পাত্রও হন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদি-ইমরান খান আবার হাসান রুহানি-ট্রাম্প পরস্পরের বিরুদ্ধে উত্তেজনাও ছড়ান।

কিন্তু সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অন্য এক দৃশ্য দেখা গেল। অন্যান্য রাষ্ট্রনেতারা যখন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন তাদের ছাড়িয়ে আলোচনায় উঠে এলো এল সালভাদরের প্রেসিডেন্টের নাম।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বক্তব্য রাখতে গিয়ে সবাইকে চমকে দিয়ে ‘আগে একটা সেলফি’ তুলতে দেখা যায় প্রেসিডেন্ট নায়িব বুকেলেকে।

বৃহস্পতিবার সাধারণ অধিবেশনে বক্তব্য শুরু করার আগে, বুকেলে সবাইকে চমকে দিয়ে বলেন, ‘আমি একটা সেলফি নিলে আপনারা আশা করছি বিরক্ত হবেন না।’

শুধু তাই নয়, জাতিসংঘকে কটাক্ষ করেও তার মন্তব্য, ‘বিশ্বাস করুন এই ভাষণের থেকে সেলফি নিয়েই বেশি আলোচনা হবে। তাই আমি আশা করছি, সেলফি ভালো হবে!’

পরে ১১ লাখ ফলোয়ারের জন্য নিজের টুইটার অ্যাকাউন্টে সেই সেলফি শেয়ার করেন এল সালভাদরের প্রেসিডেন্ট।

এদিকে তার ওই সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। শুধু টুইটারেই কমপক্ষে সাড়ে ৩ হাজার রিটুইট হয়েছে। লাইক পড়েছে ২৭ হাজার। অধিবেশনে বক্তব্য দিলেও সেই সেলফি নিয়েই আলোচনায় তিনি।