1

জনগনের সেবক হিসেবে আমাদের কাজ করতে হবে – খুলনা বিভাগীয় কমিশনার

খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, সেবা নিতে আসা মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। জনগনের সেবক হিসেবে আমাদের কাজ করতে হবে। তাহলেই জেলা প্রশাসনের প্রতি মানুষের নতুন ধারনা সৃষ্টি হবে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসনের ২০তম গ্রেডে নতুন যোগদানকৃত কর্মচাচীদের দুইদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের মনে রাখতে হবে এদেশের সাধারন মানুুষের টাকায় আমাদের বেতন হয়। সুতরাং তাদের উপকারে নিজেদের সর্বদা নিয়োগ করতে হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদেও সভাপতিত্ব অনুষ্ঠিত দুইদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার অন্যানন্যেও মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীন হোসেন, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান প্রমুখ।
২০তম গ্রেডে নতুন যোগদানকৃত ৪১ জন কর্মচারীকে এই প্রশিক্ষন দেয়া হয়।