এক পলক দেখলেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো ডিজাইন নিয়ে দেশের বাজারে এলো হুয়াওয়ের নতুন স্মার্টফোন নোভা ৫টি। পাঁচ ক্যামেরার ফোন হুয়াওয়ে নোভা ৫টিতে থাকছে কিরিন ৯৮০ চিপসেট, সুপার চার্জিং, স্টাইলিশ ডিজাইন, সবশেষ ইএমইউআই, ৮ জিবি র্যামসহ দারুণ সব চমক।
ক্যামেরা
হুয়াওয়ে নোভা ৫টি ফোনের ক্যামেরা নিয়ে প্রযুক্তি জগতে ইতোমধ্যে বেশ আলোড়ন তৈরি হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাসহ ফোনটির পেছনে থাকছে ৪৮ মেগাপিক্সেল, ১৬ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। কাঙ্খিত ছবি পেতে পেছনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে এইচডি লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ম্যাক্রো লেন্স ও বোকেহ লেন্স। এসব লেন্স ব্যবহারের জন্য ফোনটি ফটোগ্রাফির জন্য দারুণ সহায়ক হবে। এছাড়াও ব্যবহার করা হয়েছে অটোফোকাস ফিচার। ভালো অ্যাপারচার ব্যবহার করায় অল্প আলোতেও পাওয়া যাবে স্পষ্ট ছবি।
সেলফি ক্যামেরা
অ্যাপারচার ২.০ সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার জন্য সেলফিগুলো হবে আরও প্রাণবন্ত। ডিসপ্লের উপরে এককোনায় অবস্থিত সেলফি ক্যামেরাটিতে দেওয়া হয়েছে এআই টেকনোলজি। ফলে এক্সপোজার, ব্যাকলাইটের ভারসাম্য থাকবে সেলফিতে এবং এ ক্যামেরায় তোলা ছবিগুলো হবে আরও উজ্জল, নিঁখুত ও স্পষ্ট।
প্রসেসর
৮ জিবি র্যামের এ ফোনটিতে ব্যবহার করা হয়েছে কিরিন ৯৮০ এআই চিপসেট। ৭ ন্যানোমিটারের এ চিপসেট সাধারণত হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোনে ব্যবহার করা হয়। সবশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমসহ ফোনটিতে দেওয়া হয়েছে ইএমইউআই ৯.১। এছাড়াও থাকছে ১২৮ জিবি রম সুবিধা। ফলে কোনোরকম ল্যাগিং ছাড়াই ফোনটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।
ডিজাইন
ব্ল্যাক, মিডসামার পার্পেল ও ক্র্যাশ ব্লুসহ তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। সূক্ষ ও পরিমার্জিত ডিজাইনের ফোনটির গঠন বিন্যাসও অনন্য। ফোনটিতে থ্রিডি ইফেক্ট ডিজাইনের কারণে বিভিন্ন আলোতে পাওয়া যাবে নান্দনিক বৈপরিত্য। ফলে ফোনটি এক পলক দেখলেই চোখ জুড়িয়ে যাবে।
ডিসপ্লে
নোভা ৫টি ফোনটিতে থাকছে ৬.২৬ ইঞ্চির হুয়াওয়ে পাঞ্চ ফুল ভিউ ডিসপ্লে। ফলে গেম খেলা ও ভিডিও দেখার ক্ষেত্রে পাওয়া যাবে বাড়তি সুবিধা। মাত্র ১৭৪ গ্রাম ওজনের ফোনটি দেখতে বেশ পাতলা ও সরু। ফোনটির পুরুত্ব মাত্র ৭.৮৭ মিলিমিটার।
গেমিং সুবিধা
যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে জিপিইউ টার্বো প্রযুক্তি। এ প্রযুক্তির কারণে ফোনটির সিপিইউ ও জিপিইউ এর পারফরমেন্স আরও বাড়বে। ফলে বড় আকারের ও হাই কনফিগারেশনের গেমগুলো অনায়াসেই খেলা যাবে।
ব্যাটারি
২২.৫ ওয়াট হুয়াওয়ে সুপার চার্জিং সুবিধা থাকায় মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ দেওয়া যাবে। ফলে ফোনের দীর্ঘ চার্জিং সমস্যা নিয়ে দুঃশ্চিন্তা থাকবে না।
দাম
বাংলাদেশের বাজারে নোভা ৫টি ফোনটি কিনতে পাওয়া যাবে মাত্র ৪৯ হাজার ৯৯৯ টাকায়।