1

চিতলমারীতে বিক্ষোভকারীদের ইটের আঘাতে কৃষকলীগ নেতা আহত

বাগেরহাটের চিতলমারীতে ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:)-কে নিয়ে কলেজ ছাত্রীর কটূক্তি ঘটনায় পুলিশের সাথে বিক্ষুদ্ধ জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন চিতলমারী উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল হক টিপু। পরে তিনি স্থানীয় ভাবে চিকিৎসা নেন।

 

কৃষকলীগ নেতা নাজমুল হক টিপু জানান, ঘটনার দিন তিনি চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্থানীয় গুচ্ছগ্রামে কাজ করা শ্রমিকদের মুজুরীর টাকা আনতে যান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন দিয়ে থানা আক্রমনের ঘটনার খবর দেন। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সরকারী গাড়িতে থানার দিকে রওনা হন। সাথে ইউএনও অফিসে অবস্থান করা অন্য লোকদের সাথে কৃষকলীগ নেতা নাজমুল হক টিপুও সেদিকে রওনা হন।

শহীদ মিনারের সামনে সামনে পৌছালে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়। এসময় বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে নাজমুল হক টিপু আহত হন। পরে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।

উল্লেখ, চিতলমারীতে রনিত বালা (১৯) নামের এক কলেজছাত্রীকে ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:)-কে নিয়ে কটূক্তি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে। এঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের শের আলী মুন্সীর ছেলে মোঃ রুবেল মুন্সী (২৬) বাদি হয়ে চিতলমারী উপজেলার চর ডাকাতিয়া গ্রামের রমনী বালার মেয়ে কলেজছাত্রী রনিতা বালার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় রনিতা বাল কে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে মঙ্গলবার দুপুরে চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম হাওলাদার বাদি হয়ে চিতলমারী থানা পুলিশের উপর আক্রমণ করে আহত, সরকারী কাজে বাঁধাদান, সরকারী ও ব্যাক্তিগত মালামাল ভাংচুর করে ক্ষতি সাধনের অভিযোগে ৫৯ জনের নাম উল্লেখ ও ২৫০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় ২১ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।