1

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ জন

চিকিৎসাবিজ্ঞানে ২০১৯ সালে নোবেল পেলেন যৌথভাবে উইলিয়াম কেলিন, স্যার পিটার র‍্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।

সোমবার স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট অক্সিজেনের সহজলভ্যতার সঙ্গে শরীরের কোষের সাড়া দেয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য এই তিন বিজ্ঞানীকে চিকিৎসাবিজ্ঞানে ২০১৯ সালের নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

অক্সিজেনের উপস্থিতি পাওয়ার পর মানবদেহের কোষ কীভাবে সাড়া দেয়, সেই বিষয় নিয়ে যুগান্তকরী গবেষণার স্বীকৃতি হিসেবে তারা এই পুরস্কার পেয়েছেন। গবেষণায় মানবদেহে অক্সিজেনের উপস্থিতি সনাক্ত এবং অক্সিজেনের উপস্থিতির পর শরীরের কোষ কীভাবে সাড়া দেয় সেই প্রক্রিয়া দেখিয়েছেন তারা।