1

গোয়ালন্দে বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে আরও এলাকা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার পানি বিপদসীমার ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়ে অন্তত ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

জানা যায়, উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শনিবার থেকে। ছোটভাকলা ইউনিয়নের অন্তারমোড়, চর বরাট, দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম, কাওয়াজানি ও দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বার পাড়াসহ বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

এ সকল এলাকার কয়েকশত পরিবারের অন্তত ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও গবাদি পশুর খাবারের সংকট। তবে এখন পর্যন্ত কোেও ত্রাণ না সহায়তা পাননি বলে জানিয়েছেন বানভাসিরা। হু হু করে পদ্মার পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, উপজেলা প্রশাসনের খসড়া তালিকা মতে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে শনিবার বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম দূর্গত এলাকা সরেজমিন পরিদর্শনে আসবেন। ক্ষতিগ্রস্থদের তালিকা করে দ্রুত সময়ের মধ্যে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলছে।