1

গেমের নেশায় বাবার ৪১ হাজার টাকা খোয়াল শিশু

মোবাইল গেম খেলতে খেলতে বিভিন্ন লেভেল পার করতে গিয়ে ৯ মাসে বাবার অ্যাকাউন্টের ৪১ হাজার টাকা নষ্ট করেছে ৮ বছরের এক বালক। ঘটনাটি ভারতের লক্ষ্ণৌর।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ছেলেটির বাবা একটি স্থানীয় মন্দিরের পুরোহিত। তিনি একদিন আবিষ্কার করেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪১, ০০০ টাকা গায়েব হয়ে গেছে।

ব্যাংকে গিয়ে জানতে পারেন অনলাইনে এই টাকা অন্যত্র পাঠানো হয়েছে। তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ভেবে পুলিশে খবর দেন ওই ব্যক্তি। তদন্ত নেমে পুলিশ জানতে পারে একটি ই-ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে।

যে মোবাইল থেকে টাকা পাঠানো হয়েছে, সেটি ওই পুরোহিতেরই বলে জানতে পারে পুলিশ।

পুরোহিতের স্ত্রী বা ছেলেই যে এই কাজে যুক্ত, তা বুঝতে পারে পুলিশ। স্ত্রী মোটেও মোবাইল ফোন ব্যবহার করেন না। ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করতেই সে ভয় পেয়ে সব বলে দেয়।

ফ্রি ফায়ার নামে একটি অনলাইন গেম খেলতে গিয়েই বাবার অ্যাকাউন্টের টাকা সে খরচ করে ফেলে বলে জানায়। এই কথা সামনে আসার পর পুলিশে দায়ের করা অভিযোগ ফিরিয়ে নিয়েছেন ওই ব্যক্তি।