1

খুলনা ওয়াসার গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ শুরু

নগরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে নগরীতে শুরু হয়েছে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত খুলনা ওয়াসার সবচেয়ে বড় প্রকল্পের পানি সরবরাহ। আজ শুক্রবার  সকালে নগরীর লবণচরা জোনে অর্থ্যাৎ মতিয়াখালি ও টুটপাড়া এলাকায় গ্রাহক পর্যায়ে এ পানি সরবরাহ করা হয়। প্রকল্প ব্যবস্থাপক খান সেলিম আহমেদ বলেন, বিকাল থেকে নতুন বাজার এলাকায় পানি সরবরাহ করা হবে। এরপর বানিয়াখামার, ছোট বয়রা, বয়রা, নতুন রাস্তা, চরের হাট, দেয়ানা, মিলেরডাঙ্গা ও রায়েরমহলসহ বাকি ৯টি জোন পর্যায়ক্রমে এ পানি সরবারহ করা হবে। তবে পুরোপুরি প্রকল্পটি চালু হলে টার্গেটকৃত ৪৫ হাজার বাড়িতে প্রতিদিন ১১ কোটি লিটার পানি সরবরাহ সম্ভব হবে।