1

খুলনায় হত্যা মামলায় প্রাক্তন স্বামীর মৃত্যুদন্ড

খুলনায় জেসমিন বেগম নামের এক গৃহবধূর দ্বিতীয় স্বামীকে হত্যার দায়ে প্রাক্তন স্বামীকে মৃত্যুদন্ড ও ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন আদালত।

আজ বুধবার (২৮ আগস্ট) খুলনার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহিদুল ইসলাম এই রায় প্রদান করেন।

ওই গৃহবধূর নিহত স্বামীর নাম আবুল বাশার ও মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রাক্তন স্বামীর নাম মো. খোকন। এছাড়া খোকন গোপালগঞ্জের কাশিয়ানী থানার নজির মোল্লার ছেলে।

আইনজীবীরা জানায়, ২০১৫ সালের ৬ নভেম্বর নগরীর নবপল্লী মসজিদ গলিতে ভাড়াটিয়া বাসায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, নেশাগ্রস্থ অবস্থায় খোকন ২০১৫ সালে তার বিবাহিত স্ত্রী জেসমিনকে তালাক দেয়। ওই একই বছরে জেসমিন নবপল্লী এলাকার আবুল বাশারকে বিয়ে করেন। কিন্তু ওই অবস্থায় খোকন তার স্ত্রীকে ফেরৎ দাবি করেন। এতে রাজি না হওয়ায় ২০১৫ সালের ৬ নভেম্বর ভোরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাশারকে হত্যা করে খোকন। এ ঘটনায় জেসমিন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২ (তাং ০৭/১১/১৫)। ২০১৭ সালের ৩ মার্চ তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মল্লিক মো. ইমাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় ১৬ জন সাক্ষীর প্রত্যেকে সাক্ষ্যপ্রদান করেন।