1

খুলনায় প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা দায়ের

খুলনার একটি আদালতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেত্রী প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্টদ্রোহিতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। রোববার খুলনা মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গত ১৬ জুলাই হোয়াইট হাউসে ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ১৬টি দেশের প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও কথা বলার সুযোগ পান।
প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে তিন কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।’ এরপর বলেন, ‘এখন সেখানে এক কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর খুইয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।’
এ নিয়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একপর্যায়ে ট্রাম্প নিজেই সহানুভূতির সঙ্গে এই নারীর সঙ্গে হাত মেলান। প্রিয়া সাহা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার কথোপকথন প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে।
মামলার এজাহারে জানানো হয়েছে গেল ১৭ জুলাই অভিযোগকারি বিভিন্ন গনমাধ্যমে প্রিয়া সাহার এ বক্তব্যের খবর জানতে পারেন। যা রাষ্ট্রদ্রোহের সামিল। এ প্রেক্ষিতে তিনি নিজ দায়িত্বে আদালতে এ মামলা দায়ের করেছেন।
আদালতের বিচারক শুনানি শেষে আদেশের জন্য মামলাটি রেখেছেন।