1

খুলনায় জেলা ওয়ার্কিং কমিটির সদস্যদের ৩দিন ব্যাপী প্রশিক্ষন শুরু

খুলনায় পরিবার পরিবারকল্পনা জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্যদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনার রুপসা এলাকায় সিএসএস আভা সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন, পরিবার পরিকল্পনা বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক মো: হাবিবুল হক খান।

মেরী স্টোপস বাংলাদেশের সহযোগীতায় সুশীলনের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রামকৃষ্ণ দাস, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শেখ মোহাম্মদ আদম, মেরী স্টোপস বাংলাদেশের এ্যাডভোকেসি এন্ড কমিউনেকেশন লীড মনজুন নাহার, এ্যাডভোকেসি এন্ড কমিউনেকেশন কর্মকতা তনুশ্রী মানজি, বাগেরহাট সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, সুশীলনের প্রকল্প সম্বন্নয়কারী মোজাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত হন, সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান।

বক্তারা বলেন, জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম করে বাগেরহাট, পিরোজপুর ও বরিশাল জেলায় পরিবার পরিকল্পনা সেবার মানের অনেক উন্নতি করেছে। ইতিমধ্যে এসব জেলার ইউনিয়ন পরিষদ পরিবার পরিকল্পনা খাতে প্রায় কোটি টাকা বরাদ্ধ করেছে।

প্রশিক্ষন কর্মশালায় বাগেরহাট, পিরোজপুর ও বরিশাল জেলার ৩০জন এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্য অংশ নেন।