1

খুলনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

খুলনায় একটি হত্যা মামলার পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা সন্দেহে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস,এম দ্বীন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক তোফায়েল আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে তেরখাদা উপজেলার ছাগলদাহ ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের একটি হত্যা মামলার মূল পরিকল্পনাকারি হিসেবে তার নাম এসেছে।

খুলনা জেলা পুলিশ সুপার এস,এম সফিউল্লাহ জানান, হত্যার মূল পরিকল্পনাকারী তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম দ্বীন ইসলামকে গ্রেফতারের পর আজ বুধবার আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

উল্লেখ্য, ৭ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নাঈম শেখ (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গুরুত্বর আহত হয় নাঈমের বাবা হিরু শেখ (৫৫)। এই ঘটনায় ৮ আগস্ট নিহতের মা মাফুজা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে তেরখাদা থানায় মামলা দায়ের করেন।