খুলনায় মাছুরা বেগম (২৫) নামে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাছুরা যশোর জেলার অভয়নগর উপজেলার হাবিবুল্লাহর স্ত্রী। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক শাহিন আক্তার জানান, গত ৭ অক্টোবর মাছুরা ডেঙ্গু আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হন । বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।