1

খুলনার গৃহিণী গান গেয়ে জিতলেন ২০ লাখ টাকা

খুলনার গৃহিণী দীপ্তি সরকার গান গেয়ে জিতেছেন ২০ লাখ টাকার পুরস্কার। গৃহিণীদের নিয়ে সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘সিলন সুপার সিঙ্গার’ তাকে গৃহিণী থেকে এখন গানের তারকা বানিয়ে দিয়েছে।

বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাময়ী গৃহিণী থেকে সংগীতশিল্পী খুঁজে বের করার প্রয়াসে ১৫ হাজারের বেশি প্রতিযোগীর অংশগ্রহণে সাত মাস আগে যাত্রাটা শুরু হয়েছিল। শুক্রবার এনটিভিতে প্রচারিত হয়েছে এর জমকালো গ্র্যান্ড ফিনাল।

অনুষ্ঠানে দীপ্তি সরকার ছাড়াও প্রথম রানারআপ সুমনা রহমানের হাতে এসেছে ১০ লাখ টাকা। যৌথভাবে দ্বিতীয় রানারআপ ফাহমিদা নাসরিন প্রীতি ও শায়নি শিঞ্জন পেয়েছেন ৬ লাখ টাকা। প্রিয়াঙ্কা দাশসহ সেরা ১১তে জায়গা করে নেয়া সাতজনকে ১ লাখ টাকা করে দেয়া হয়েছে।

দীর্ঘ প্রতিযোগিতা শেষে সর্বশেষ সেরা পাঁচ প্রতিযোগী গৃহিণীদের নিয়ে আয়োজিত এই রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর নাম ঘোষণার পর থেকে যেন ভাষা হারিয়ে ফেলেন দীপ্তি সরকার।

তার চোখে আনন্দের অশ্রু ঝরছিল। আপ্লুত হয়ে তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে যেন নতুনভাবে আবিষ্কার করেছি। আমার সাধারণ গৃহিণীর পরিচয়টা বদলে দিল সিলন সুপার সিঙ্গার। আর কখনও গান ছাড়ব না। গান নিয়েই এগিয়ে যাব।