1

খুলনায় চব্বিশ ঘন্টায় ১৫৫ জন করোনা রোগী শনাক্ত

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত চব্বিশ ঘন্টায় করোনা পেজেটিভ সনাক্ত হয়েছেন ১৫৫ জন। এরমধ্যে খুলনা জেলায় করোনা সনাক্ত হয়েছে ১৪৬ জন। এছাড়াও বাগেরহাটে ৫ জন, নড়াইলে দুই জন, গোপালগঞ্জ ও যশোরে ১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ সূত্র জানায়, শনিবার ল্যাবে মোট ৩৭৭ জনের নমুনা পরীক্ষার করা হয়। এরমধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে ১৫৫ জনের। যার খুলনাতে করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন ১৪৬ জন। আর খুলনার নমুনা ছিলো ৩৬২ টি।

আজ করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনা হাসপাতালের মুখপাত্র ডাঃ ফরিদ উদ্দিন জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে গণেশ চন্দ্র বণিক (৫৩) নামে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বাড়ি নগরীর বড়মির্জাপুরের ইউসুফ সড়কে। এনিয়ে খুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ১১ জন। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪৬জন।