খুলনায় আব্দুস সাত্তার (৫৫) নামের আরেক এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরপি) ডা: শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানিয়েছেন, সাতক্ষীরার তালা থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত অবস্থায় তিনি খুমেক হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থা ৪টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।
খুলনার সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক বলেন, এ নিয়ে খুলনায় এ পর্যন্ত ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।