1

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আরো তৎপর হচ্ছে রাশিয়া!

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আরো তৎপর হতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর তিনি এমন নির্দেশ দেন।

পুতিন রুশ সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে শুক্রবার (২৩ আগস্ট) বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিত্তিতে রাশিয়ার অবস্থান নির্দিষ্ট করা দরকার। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আমাদেরও আরো এগোতে হবে।
এর আগে সোমবার (১৯ আগস্ট) মার্কিন সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা ৫০০ কিলোমিটারের বেশি দূর টার্গেট করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন। যদিও তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ছিল অপারমাণবিক।

পুতিন বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করেছে এবং এর বিরুদ্ধে পাল্টা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মস্কো। তবে, আমেরিকা যতক্ষণ পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র মোতায়েন না করবে এবং ইউরোপের দোরগোড়ায় তা না বসাবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া কোনো ব্যবস্থা নেবে না।