1

ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

মাঝারি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাথে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরুনোর এক সপ্তাহের মাথায় ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এর কড়া সমালোচনা করে রাশিয়া বলছে, এতে নতুন করে সামরিক উত্তেজনা বাড়বে। এদিকে জাতিসংঘ মহাসচিবসহ বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার সূচনা হবে।

পেন্টাগন জানায়, সান নিকোলাস দ্বীপ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ৫শ’ কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়া উপকূলে গিয়ে পড়ে।