বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে কুষ্টিয়ায়।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ আল-হেরা জামে মসজিদে তার ২য় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় কুষ্টিয়া উপজেলা চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় কুষ্টিয়ার কুমারখালীতে ফাহাদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে ঢাকা থেকে মরদেহবাহী গাড়িতে করে আবরার ফাহাদের মরদেহ তার নিজ গ্রাম কুষ্টিয়ার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় আনা হয়।
এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে আবরার ফাহাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহবাহী গাড়িতে করে আবরার ফাহাদের মরদেহ তার নিজ গ্রাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় আনা হয়।
আবরারের ছোট ভাই ফাইয়াজ জানিয়েছেন, সকাল ১০টায় ৩য় জানাজা শেষে কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে আবরারের মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, রোববার গভীর রাতে বুয়েটের শেরে বাংলা হলে দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে আবরার ফাহাদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওযা হয়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি।