1

কাশ্মীরে সংঘর্ষে হতাহত ৭, গ্রেফতার ১০০

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় বিভিন্ন স্থানে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও জম্মু-কাশ্মীর জুড়ে রাজনৈতিক নেতাসহ ১০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ৩৭০ ধারা বিলোপের পর থেকে বিক্ষোভকারীদের গ্রেফতার ও সংঘর্ষে এ ঘটনা ঘটে।
কাশ্মীরের নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার জানায়, এক বিক্ষোভকারী যুবক মারা গিয়েছে। সে ঝিলম নদীতে ঝাঁপ দেয় এবং মারা যায়।

গোটা জম্মু-কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। মোবাইল পরিষেবা, ইন্টারনেট নেই। পিটিআই’কে জম্মু-কাশ্মীরের প্রশাসন জানিয়েছে, ১০০ জনের বেশি গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রাজনৈতিক নেতাও রয়েছেন।

শ্রীনগর এবং কাশ্মীরের উত্তর ও দক্ষিণের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছোড়ার খবর পাওয়া গেছে। রাস্তায় সর্বত্র হাজার হাজার সেনা, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী টহল দিচ্ছে। সব রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। সর্বত্র কারফিউ জারি করা হয়েছে। কাউকে ঘর থেকে বের হতে দেয়া হচ্ছে না।