1

কাশ্মীরে দমন-পীড়নের প্রতিবাদ না করায় শাহরুখের সমালোচনা

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মুসলমানদের দমন-পীড়নের প্রতিবাদ না করায় বলিউড বাদশা শাহরুখ খানের সমালোচনা করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।

গত শুক্রবার এক টুইটবার্তায় আসিফ গফুর লিখেছেন, ‘বলিউডের অসুখেই আক্রান্ত থেকো শাহরুখ। কিন্তু বাস্তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এজেন্ট কুলভূষণ যাদব, উইং কমান্ডার অভিনন্দনের অবস্থা দেখ।

এর চেয়ে আপনি জম্মু-কাশ্মীরে অত্যাচারের বিরুদ্ধে শান্তি ও মানবিকতার প্রচার করতে পারতেন। হিন্দুত্ব ও নাৎসি আদর্শে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে মুখ খুলতে পারতেন শাহরুখ।’

এর আগে বৃহস্পতিবার শাহরুখ খান তার টুইটার অ্যাকাউন্টে নেটফ্লিক্সের নয়া ওয়েবসিরিজ ‘বার্ড অফ ব্লাড’-এর ট্রেলার প্রকাশ করেন।

ওই ট্রেলারে পাকিস্তানের বেলুচিস্তানে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন ইমরান হাসমি। স্পাই-থ্রিলারটির প্রযোজনা করেছে শাহরুখ খানের সংস্থা।

‘বার্ড অফ ব্লাড’ ট্রেলারের জবাবেই শাহরুখের সমালোচনা করে এমন টুইট করেন আসিফ গফুর।

ট্রেলারে দেখা গেছে, পাকিস্তানের বেলুচিস্তানে বিপজ্জনক মিশনে বেরিয়েছেন এক ভারতের গুপ্তচর। রয়েছে জঙ্গিদের গোলাগুলির দুর্ধর্ষ লড়াই।