1

কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ১৫

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার শ্রীনগরে অজ্ঞাত ব্যক্তিদের চালানো গ্রেনেড হামলায় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, হামলার পর থেকে নিরাপত্তা বাহিনী বাজার এলাকাটি ঘিরে রেখেছে। এটি নিয়ে শেষ ১০ দিনের মধ্যে জম্মু-কাশ্মীরে তিনটি গ্রেনেড হামলা হল। গত সপ্তাহে সোপোরের একটি বাস স্ট্যান্ডে অপেক্ষমাণ লোকজনকে লক্ষ্য করে নিক্ষিপ্ত একটি গ্রেনেড বিস্ফোরণে ১৫ জন আহত হন।

২৬ অক্টোবর ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফের জোয়ানরা একটি তল্লাশি চৌকিতে গাড়ি থামিয়ে তল্লাশি চালানোকালে বিচ্ছিন্নতাবাদীদের নিক্ষিপ্ত গ্রেনেডে ছয় জোয়ান আহত হন। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই থমথমে অবস্থা গোটা উপত্যকার। জম্মু-কাশ্মীরকে একরকম অবরুদ্ধ অবস্থায় রেখেছে মোদি সরকার।

রাজ্যটিকে কেন্দ্র শাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয় ভারত, যা বৃহস্পতিবার বাস্তবায়ন করা হয়েছে। এ দু’টো অঞ্চলের একটি হচ্ছে জম্মু-কাশ্মীর এবং অন্যটি চীন সীমান্তবর্তী লাদাখ। দুটি অঞ্চলই এখন থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হবে।