শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন




কানাডায় আবারও ক্ষমতায় জাস্টিন ট্রুডোর দল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

কানাডার ৪৩তম সাধারণ নির্বাচনে জয় পেয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। এরমধ্য দিয়ে টানা দ্বিতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো।

তবে এবারের নির্বাচনে মধ্যডানপন্থি কনজারভেটিভ দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ায় একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে লিবারেল পার্টি। গণমাধ্যম জানিয়েছে, পার্লামেন্টের অধিকাংশ আসনের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ট্রুডোর দল। তবে এ মেয়াদে বেশ কঠিন সময় পার করতে হবে তার দলকে। বিশেষ করে যে কোনো আইন পাসে অন্যান্য দলের শরণাপন্ন হতে হবে তাদের।

প্রাথমিক ফলাফলের পর মন্ট্রিয়ালে এক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পুনরায় নির্বাচিত করায় সমর্থকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। এর আগে, দীর্ঘ ৪০ দিন নির্বাচনী প্রচারণা শেষে সোমবার বিভিন্ন প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে রাত আটটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765