1

কাঁঠালিয়ায় দুধ কলায় পালিত সাপের কামরে সাপুড়ের মৃত্যু

ঝালকাঠি কাঠাঁলিয়ায় দুধ কলায় পালিত সাপের কামরে সাপুড়ে রুবেল হাওলাদার (৩০) এর মৃত্যু হয়। শনিবার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে ঝুড়ি থেকে সাপ বের করার সময় সাপের কামড়ে অসুস্থ হলে রবিবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয় স্থানীয়রা জানায়, উপজেলার তারাবুনিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে সাপুড়ে রুবেল হাওলাদার শনিবার বিকেলে তার দুধ কলা দিয়ে পালিত সাপ ঝাপি দিয়ে বের করছিলেন। এসময় একটি সাপ তাকে দংশন করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পরে। পরে স্বজনরা তাকে পাশ্ববর্তী ছোনাউটা মোল্লাখালী এলাকার এক মহিলা ওজার কাছে নিয়ে যায়। রাত ভর ঝাড়ফুক দেওয়ার পর কোন কাজ না হওয়ায় রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্বজনরা জানায়, রুবেল আগে থেকে জানিয়েছিল তাকে সাপে কাটলে কোন ডাক্তার কিংবা ওজা দেখানোর প্রয়োজন নেই। বাড়ির মসজিদে একদিন একরাত শোয়াইয়া রাখলে এমনিতেই সে বেঁচে উঠবে। এমন ভ্রান্ত ধারনায় রবিবার নির্ধারিত সময় তাকে জানাজা দেওয়া হয়নি। এ বিষয় সাবেক ইউপি সদস্য এনামুল হক রেন্টু বলেন, ঘটনাটি মর্মান্তিক। সঠিক সময়ে চিকিৎসা করালে হয়তো সে বেচে থাকতো।