1

কর্ণাটকে আস্থাভোটে বিজেপির জয়

ভারতের কর্ণাটকে আস্থা ভোটে শেষ হাসি হেসেছে গেরুয়া শিবির। বিধানসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েছে কুমারস্বামী সরকার।

মঙ্গলবার আস্থা ভোটে হেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এইচডি কুমারস্বামী। কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা, কুমারস্বামীর পদত্যাগপত্র গ্রহণ করেন।

ভোটে জিতে বিজেপির বিএস ইয়েদুরাপ্পা জানান, এটা গণতন্ত্রের জয়। কুমারস্বামী সরকারকে নিয়ে মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। আমি কর্ণাটকের মানুষকে এই আশ্বাস দিতে পারি যে উন্ননয়ের নতুন যুগ এবার শুরু হবে।

সেইসঙ্গে তিনি কৃষকদের বিষয়টিও জোর দিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন।

কর্ণাটকে বিজেপি শিবিরে খুশির রেশ। সরকার গঠনের ব্যাপারে আশাবাদী পদ্মশিবির।

ইয়েদুরাপ্পা আরও জানান, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট অমিত শাহর সঙ্গে আলোচনা করবো। তারপর রাজ্যপালের কাছে যাব।

এবার সরকার গড়ার দাবি জানাবে বিজেপি। তাহলে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইয়েদুরাপ্পা।