1

কুমিল্লায় শিশুসহ ৪ জনকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে অভিযুক্ত নিহত

কুমিল্লার দেবীদ্বারে এক ব্যক্তি দুই পরিবারের নারী ও শিশুসহ চারজনকে কুপিয়ে হত্যা করেছে। এঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। পরে স্থানীয় জনগণের পিটুনিতে নিহত হয়েছেন মোখলেছুর রহমান নামে অভিযুক্ত ওই ব্যক্তি। বুধবার সকাল ১১টায় দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামে পুকুরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু। তারা হলেন- রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), তার ছেলে আবু হানিফ (১২) এবং একই গ্রামের নুরুল ইসলামে স্ত্রী নাজমা আক্তার (৩৬) ও তার মা মাজেদা বেগম (৫৫)।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, রাধানগর গ্রামের মোখলেছুর রহমান একে একে তিন নারী ও এক শিশুকে কুপিয়ে হত্যা করে। সে পেশায় রিক্সা চালক।

স্থানীয়রা জানান, মোখলেছুর মাদকাসক্ত ছিল। মাদক সেবন করতে করতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, মোখলেছুর রহমানকে নিয়ে স্থানীয়রা ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন। আমরা ঘটনাস্থলে আছি। মোখলেছুর রহমান কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বের করার চেষ্টা করছি।