জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কবর থেকে এক নারীর কঙ্কাল চুরি করে নেওয়ার সময় সহিউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার ভোর রাতে উপজেলার সারমারা বাজার থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক সহিউদ্দিন (৪০) বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টালিপাড়া গ্রামের সিরাজল মিয়ার ছেলে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার উত্তর সারমারা এলাকার মৃত মোখলেছুর রহমানের স্ত্রী পারুলের কঙ্কাল রাতের কোন এক সময় কবর থেকে চুরি করে সহিউদ্দিন। ওই নারীর কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় সারমারা বাজারের নিরাপত্তা কর্মীরা তাকে দেখতে পায়। পরে নিরাপত্তা কর্মীরা সহিউদ্দিনের ব্যাগ তল্লাশি করে কঙ্কাল দেখতে পায়। এ সময় সহিউদ্দিনকে আটক করলে বাজারের লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. তাহেরুল ইসলাম জানান, সহিউদ্দিন থানায় আটক রয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।