1

কচুয়ায় যুবলীগ নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কচুয়া উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের ছেলে মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৯ মে) দুপুরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেয়।

 

 

মানববন্ধনে বক্তব্য দেন, রাড়ীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকাশ দত্ত, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রায়ত এসএম মাহফুজুর রহমানের স্ত্রী রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাসলিমা বেগম, নাজমা বেগম, সাইনবোর্ড বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিষ্ণ প্রসাদ দেবনাথ, রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ তুহিন মাহমুদ, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, ছাত্রলীগ নেতা ইউসুফ শেখ, হাফিজুর রহমান প্রমুখ।


বক্তারা বলেন, রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন এলাকায় নানা অনীয়ম ও দূর্নীতির সাথে জড়িত। এসবের প্রতিবাদ করায় রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত ছিলেন। ইউপি সদস্যের কাছে স্থানীয় লোকমান নামের এক ব্যাক্তির পাওনা ছিল। এবিষয়ে প্রয়াত উপজেলা চেয়ারম্যান একটি শালিস বৈঠকে তার পাওনা পরিশোধ করতে বলেন। এরই জের ধরে চেয়ারম্যানের মৃত্যুর পর তার বড় ছেলে যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর উপর হামলা করে এবং তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্য মামলা দায়ের করে দেলোয়ার।

কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত এসএম মাহফুজুর রহমানের পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বক্তারা।

পরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।