1

এশিয়ান র‌্যাঙ্কিং আর্চারিতে রোমান সানার স্বর্ণপদক

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (৩য় পর্ব) রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ রোমান সানা।

শুক্রবার ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৭-৩ সেট পয়েন্টে চীনের ঝেনকি শিকে হারিয়ে সেরা হন ২৪ বছর বয়সী এই তরুণ আর্চার। খবর ইউএনবির

গত বছর বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি।

ফাইনালে ওঠার লড়াইয়ে, রাউন্ড অব সিক্সটিনে মিয়ানমারের থিহা হেট জাওকে ৬-০ সেট পয়েন্টে হারান রোমান সানা। এরপর রাউন্ড অব এইটে থাইল্যান্ডের থেপ্না দেনচাইকে ৬-০ সেট পয়েন্টে এবং কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের ইয়াং হুই ঝিকে ৭-১ সেট পয়েন্টে বিধ্বস্ত করেন তিনি।

এদিকে রিকার্ভ পুরুষ দলের ইভেন্টে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলের বাংলাদেশ আর্চার দল রৌপ্য পদক অর্জন করেছে। মধুমতী ব্যাংক লিমিটেডের স্পন্সরে দলটি ফাইনালে জিয়াংসুয়ো কি, ঝেনকি শি ও লা তার সমন্বয়ে গঠিত চীনা প্রতিপক্ষকে ৩-৫ সেট পয়েন্টে হারায়।