1

এবার ৫০ হাজার কাশ্মীরিকে চাকরি দেওয়ার প্রলোভন!

কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যদা বাতিলের পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে। এদিকে উত্তেজনা প্রশমনে ও শান্তি ফেরাতে ৫০ হাজার কাশ্মীরি তরুণ-তরুণীদের চাকরি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মোদি সরকার।

বুধবার ভারতের অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভার কমিটি ৫০ হাজার চাকরি দেয়া সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসে। ২ থেকে ৩ মাসের মধ্যেই এ চাকরি দেয়া হবে বলে জানিয়েছেন রাজ্য গভর্নর সত্য পাল মালিক।
রাজ্যপাল জানিয়েছেন, প্রতিদিন তার সঙ্গে কেন্দ্রীয় কর্মকর্তাদের বৈঠক চলছে। কিছু দিনের মধ্যেই উপত্যকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরবে বলে তিনি দাবি করেন। এদিকে বিকেলে রাজ্যপালের এই ঘোষণার আগেই জম্মু ও কাশ্মীরে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংবিধানের ৩৭০ নম্বর ধারা সম্পর্কে কেন্দ্রকে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট।

তিনি বলেন, উপত্যকাবাসীর নিরাপত্তার স্বার্থেই অঞ্চলে বিবিধ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।