বাগেরহাট জেলায় নতুন করে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। শুক্রবার রাতে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় ৩৯জন করোনা আক্রান্তের মধ্যে দুইজন মারা গেছেন। ১০জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্ত রোগী গত ৩জুন করোনার উপসর্গ নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে আসার পর তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার রাতে আইইডিসিআর থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে নতুন করে করোনা আক্রান্তের তথ্য জানানো হয়। নতুন করে করোনা আক্রান্ত সাজ্জাদুল কবীর শাহিন বাগেরহাট শহরের সরুই মাদ্রাসা রোডের শিক্ষক সোলায়মান ফকিরের ছেলে। শাহিন লালমনিরহাটে যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষক। প্রায় ৩ মাস আগে সে লালমনিরহাট থেকে বাগেরহাটে আসে। তাকে বাগেরহাট শহরের বাড়ীতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। রাতেই আক্রন্তে বাড়ি লকডাউন করা হয়েছে।