1

এনামুল-রূপনের ২১ কোটি টাকার অবৈধ সম্পদ

ক্যাসিনোকাণ্ডে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এবং তার ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার ২১ কোটি ৮৯ লাখ টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই দু’জনের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। আজ বুধবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দু’টি দায়ের করা হবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া, এনামুল হক ও রূপন ভূঁইয়াকে অবৈধ ব্যবসা ও সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম এবং হারুন অর রশিদ। তাই এ দু’জনকেও মামলায় আসামি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
উল্লেখ্য, ক্যাসিনোকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরুর পর গেল ২৪শে সেপ্টেম্বর এনামুল ও রূপন ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এরপর, অভিযান চালানো হয় হারুন অর রশিদের বাসায়। অভিযানে পাঁচ কোটি টাকা, চার কোটি টাকার স্বর্ণালংকার এবং ৬টি আগ্নেয়াস্ত্র জব্দ করে র‌্যাব।

কিন্তু, অভিযান চালানোর এক মাস অতিবাহিত হলেও তাদের কাউকেই গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।