1

এক মাস পর কবর থেকে তোলা হলো লাশ

নীলফামারীর জলঢাকায় এক মাস পর গৃহকর্মী আছিয়া বেগমের লাশ কবর থেকে তোলা হয়েছে।

বুধবার উপজেলার কাঁঠালী ইউনিয়ন থেকে ওই লাশ উত্তোলন করা হয়।

নীলফামারীর ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রুহুল আমিন, সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা কামাল, জলঢাকা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, ওসি মোস্তাফিজুর রহমান।

লাশ উত্তোলন শেষে বাদী বলেন, আমার বোনের স্বাভাবিক মৃত্যু হয়নি। তাই আমি মামলা করি।

দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম উপস্থিত সংবাদকর্মীদের বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা লাশ উত্তোলন করলাম।

অভিযুক্ত ডা. শাহীন বলেন, যেহেতু মামলাটি তদন্তাধীন রয়েছে, সে কারণে আমি মন্তব্য করতে চাই না।

উল্লেখ্য, গত ৩০ জুন রাতে ডা. সাখাওয়াত হোসেন শাহীনের বাসায় গৃহকর্মী আছিয়া বেগমের মৃত্যু হয়।

পরের দিন দুপুরে ডা. সাখাওয়াত হোসেন শাহিনের গ্রামের বাড়ি কাঁঠালী ইউনিয়নে দাফন সম্পন্ন করা হয়।

গত ২ জুলাই গৃহকর্মীর ভাই আশরাফুল হক বাদী হয়ে নীলফামারী আমলী আদালতে ডা. শাহীনকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।