বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এক ঘণ্টা আকাশে ওড়ার পর বিমানটি ফের শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে বিজি ০৮৪ নম্বর ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করলেও প্রায় এক ঘণ্টা ৫ মিনিট আকাশে ওড়ার পর ফের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিমানটি ফিরে আসার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে এটি জরুরি অবতরণ নয় বলে জানান তিনি। অন্য একটি ফ্লাইটে যাত্রীদের সিঙ্গাপুর পাঠানো হবে বলে জানান তিনি।