1

ঈশ্বরদী রেল স্টেশনে মুক্তিযোদ্ধাদের অবস্থান ধর্মঘট

মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, বিচার ও ফাঁসির দাবিতে অবস্থান ধর্মঘট, মানববন্ধন ও পথসভা করেছেন পাবনার ঈশ্বরদীর মুক্তিযোদ্ধারা।

ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সোমবার ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে স্টেশন দিয়ে যেসব ট্রেন আসা-যাওয়া করেছে সেগুলোর প্রতিটির সামনে ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মুক্তিযোদ্ধারা। প্রতিকী আন্দোলন হিসেবে এসব ট্রেনগুলোকে স্টেশনে নির্ধার্তি যাত্রাবিরতী থেকে ৫-১০ মিনিট সময় বেশি করে দাঁড় করিয়ে রাখা হয়।

মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধা সেলিম হত্যার প্রতিবাদে ট্রেন বিলম্বিত করে আমরা প্রশাসনের দৃষ্টিগোচর করতে এই ব্যাতিক্রমী কর্মসূচির আয়োজন করেছি।

এ সময় স্টেশনে আয়োজিত পথসভায় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্নার সভাপতিত্বে বক্তব্য দেন নিহত মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমের সন্তান তানভির রহমান তন্ময়, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, হবিবুল ইসলাম হব্বুল, সিরাজ উদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, আতিকা ফেরদৌস কাকলী, পৌর কাউন্সিলর আমিনুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।