1

‘ঈদ আনন্দমেলা’ উপস্থাপনায় পপি

বড়পর্দার তারকাদের ছোটপর্দায় দেখা যায় বিশেষ দিনগুলোতে। এবার ঈদেও বিভিন্ন টিভি অনুষ্ঠানে হাজির হবেন অনেকেই। কেউ অতিথি হিসেবে, আবার কেউ উপস্থাপনায়। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’। এবারের আয়োজনে উপস্থাপনা করবেন চিত্রনায়িকা পপি। সঙ্গে থাকবেন চিত্রনায়ক ফেসদৌস।

ফেরদৌসের সঙ্গে প্রথমবারের মতো উপস্থাপনায় পপি। উপস্থাপনার পাশাপাশি দু’জনই দুটি গানের সঙ্গে পারফর্ম করেছেন। পপি নেচেছেন তার অভিনীত ‘রানি কুঠির বাকি ইতিহাস’ ছবির ‘আমার মাঝে নেই এখন আমি’ গানের সঙ্গে। আর ফেরদৌস পারফর্ম করেছেন তার অভিনীত ‘হঠা বৃষ্টি’ ছবির ‘সোনালি প্রান্তরে’ গানটির সঙ্গে। একই অনুষ্ঠানে একটি গুজরাটি গানের সঙ্গে প্রায় ১৫ বছর পর বিটিভির ঈদ আনন্দমেলায় নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী তারিন। ৩টি গানেরই কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

উপস্থাপনা প্রসঙ্গে পপি বলেন, ‘এবারই প্রথম উপস্থাপনা করলাম। প্রথমে একটু ভয় ভয় করলেও পরে দারুণ মানিয়ে নিয়েছি আমি আর ফেরদৌস। পুরো অনুষ্ঠানটি আমরা বেশ উপভোগ করেছি। আমার বিশ্বাস দর্শকরাও এবারের ঈদ আনন্দমেলা দারুণ উপভোগ করবেন।’

ফেরদৌস বলেন, ‘আনন্দমেলার উপস্থাপনা আগেও করেছি। পারফর্মেন্সও করেছি। প্রতিবার চেষ্টা করেছি ভিন্নধর্মী পারফর্মেন্স করার। এবারো সেই চেষ্টা অব্যাহত ছিল। পপির সঙ্গে উপস্থাপনাটাও দারুণ উপভোগ করেছি। নিশ্চয় দর্শকদেরও ভালো লাগবে এবারের ঈদ আনন্দমেলা।’

ঈদ আনন্দমেলা প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।