1

ইন্ডিয়া ট্যুর বানচালের ষড়যন্ত্রকারীদের ‘দেখে নেবেন’ নাজমুল

বাংলাদেশের ক্রিকেটাররা এগারো দফা দাবিতে ধর্মঘটে যাওয়ার একদিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, এই ধর্মঘট পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে এক জরুরি সভার পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা ক্রিকেটকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত। এটা নিয়ে বাইরের দু-একজন কাজ করছে। ক্রিকেটারদের ভেতরেও দু-একজন হয়তো আছে। আমরা খুঁজে বের করতে চাই। ধীরে ধীরে সবই বের হবে। আপনারা আস্তে আস্তে সবই জানতে পারবেন’।

ক্রিকেটারেরা এখানে যেসব দাবি করেছেন তার বেশিরভাগই হয় পূরণ করা হয়েছে নয়তো পূরণের প্রক্রিয়ায় আছে বলে দাবি করেন তিনি, ‘তারপরও তাদের কোন চাহিদা যদি থাকে, তাহলে তারা আমাদের কোন সুযোগ দিল না কেন? আমাদের তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। ফোন করা হচ্ছে তারা কেটে দেয়। তারা আসলে যোগাযোগ করতে চায় না হয়তো।’

তিনি আরো প্রশ্ন তোলেন, ‘এই ইন্ডিয়া ট্যুরের আগ মুহূর্তে খেলা বন্ধ কেন? ক্যাম্পে গেল না কেন? এটাতো আপনারা খুঁজে বের করবেন। এটা করে দেশের ক্রিকেটের কী উন্নতি হচ্ছে সেটা একটু তাদের জিজ্ঞাসা করতে চাই। তবে তারা দেশের ক্রিকেটের বারোটা বাজিয়ে দেবে এটা আমার বিশ্বাস হয় না। আমি দেখতে চাই ইন্ডিয়া ট্যুরের আগে যে ক্যাম্প হবে তাতে কারা না আসে? কারা ইন্ডিয়া ট্যুর বানচাল করতে চায়?’

গতকাল সোমবার সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দলের বেশিরভাগ সদস্যসহ ত্রিশ জনেরও বেশি খেলোয়াড় সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি তুলে ধরেন। ওই সময় সাকিব ছাড়াও মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালও উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন। একইসাথে তারা ঘোষণা দেন, এই দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা কোন ম্যাচ কিংবা অনুশীলনে যোগ দেবেন না। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ওই সংবাদ সম্মেলনে না থাকলেও পরে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্রিকেটারদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।