1

অশান্ত কাশ্মীরকে শান্ত করতে মাঠে নামছেন ট্রাম্প

মধ্যস্থতাকারী হয়ে কাশ্মীরের ‘জটিল’ সমস্যা সমাধানে নিজের ‘সর্বোচ্চ চেষ্টা’ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।

নরেন্দ্র মোদি এবং ইমরান খানের সঙ্গে ফোনালাপের একদিন বাদে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বললেন ট্রাম্প।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। তখন থেকে সেখানে থমথমে অবস্থা।

তিন দশক ধরে এই কাশ্মীরে চলছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, যাতে নিহত হয়েছে হাজার হাজার মানুষ।

ট্রাম্প জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে এই ইস্যুটি নিয়ে তিনি মোদি এবং ইমরানের সঙ্গে আলোচনায় বসবেন।

ভারত-পাকিস্তানের দুই শীর্ষ নেতা পর্যবেক্ষক হিসেবে জি-সেভেনের সম্মেলনে ফ্রান্সে যাবেন। আলোচনা হতে পারে সেখানেই।

হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘কাশ্মীর জটিল স্থান। সেখানে হিন্দু আছে, মুসলিম আছে। আমি বলতে পারি না তারা ভালো আছে।’

‘মধ্যস্থতার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’