1

অবসরের ডাক দিলেন আমলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা। বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেন তিনি।

নিজের ক্রিকেট ক্যারিয়ারকে দুর্দান্ত এক যাত্রা অভিহিত করে এই প্রোটিয়া ব্যাটসম্যান বলেছেন, ‘প্রথমত প্রোটিয়াদের হয়ে আমার এই পথচলার সুযোগ করে দেয়ার জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাই। অবিশ্বাস্য এই যাত্রায় আমি কিছুই শিখেছি, অনেক বন্ধু পেয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোটিয়া ফায়ার নামে একটি ভ্রাতৃত্বের ভালোবাসায় আবদ্ধ হয়ে গিয়েছিলাম আমি।’

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ৩৪৯টি ম্যাচ খেলছেন আমলা। ৩৬ বছর বয়সে ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নেয়া আমলা এই সময়ে উইলো হাতে ৫৫ সেঞ্চুরির সুবাদে নিজের নামের পাশে যোগ করেন ১৮ হাজারের বেশি রান।

অবসরের ঘোষণা দেয়ার পর এই ওপেনার আরও বলেন, ‘আমি আমার বাবা-মাকে তাদের প্রার্থনা, ভালোবাসা এবং সহায়তার জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের ছায়া আমার ওপর থাকার কারণেই এত বছর আমি প্রোটিয়া সূর্যের নিচে খেলতে পেরেছি।’

বন্ধু-বান্ধব ও সতীর্থদের ধন্যবাদ জানিয়ে আমলা বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব, এজেন্ট, সতীর্থ এবং আমাকে সহযোগিতা করা সকল স্টাফকে প্রাণখোলা ধন্যবাদ জানাই আমার এই যাত্রায় সঙ্গী হওয়ায়। কঠিন সময়ে সমর্থকরা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে আর সফলতায় আমার সঙ্গে তারা উদ্বেলিত হয়েছে। সিয়াবোঙ্গা দক্ষিণ আফ্রিকা (ধন্যবাদ তোমাকে দক্ষিণ আফ্রিকা)।’