1

অধিনায়ক উইলিয়ামসনের বিশ্বরেকর্ড

নিউজিল্যান্ড শিরোপা জিতেছে কিনা সেটা তো ম্যাচ শেষেই বোঝা যাবে তবে অধিনায়ক হিসেবে বিশ্বকাপে নতুন বিশ্বরেকর্ড গড়লেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সবোর্চ্চ রানের মালিক এখন তিনি।

এবারের আসরে ৯ ইনিংসে ৫৭৮ রান করেছেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপের এক আসরে তার চেয়ে বেশি রান নেই আর কোনো অধিনায়কের। আজ শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০০৭ সালের বিশ্বকাপে ১১ ইনিংসে ৬০.৮৮ গড়ে ৫৪৮ রান করেন মাহেলা জায়াবর্ধনে। ভারতের বিপক্ষে অনুষ্ঠিত সেমিফাইনালেই লংকান কিংবদন্তির পাশে বসে যান উইলিয়ামসন। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এক রান করেই তিনি ছাড়িয়ে যান সব অধিনায়ককে।

৫৩৯ রান করে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। চতুর্থ নামটি অ্যারন ফিঞ্চের। এবারের আসরে ১০ ইনিংসে ৫০৭ রান করেন অসি দলনেতা ফিঞ্চ। পরের নামগুলো দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৪৮২), ভারতের সৌরভ গাঙ্গুলি (৪৬৫), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৪৬৫) নিউজিল্যান্ডের মার্টিন ক্রো (৪৫৬)।

অধিনায়ক হিসেবে আজ আরো একটি রেকর্ড গড়লেন উইলিয়ামসন। শতকরা হিসেবে দলের রানে সবচেয়ে বড় অবদান রেখেছেন তিনি। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের শতকরা ৩০.১১ শতাংশ রানের মালিক তিনি।

দ্বিতীয় স্থানে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ২৬.৬.%, দলের ২৫.৭৬ শতাংশ রান করে তৃতীয় স্থানটি রোহিত শর্মার। আসরে অস্ট্রেলিয়ার ২৪.১৬ ভাগ রান ডেভিড ওয়ার্নারের।