1

অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আচমিতায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশা চালক জামাল মিয়ার (৩০) পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে।

নিহতদের লাশ ভাগলপুর বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহত চারজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে চামড়া বন্দর থেকে ভৈরব যাওয়ার পথে কটিয়াদী উপজেলার অচমিতা ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ সাতজন আহত হন। তাদের উদ্ধার করে ভাগলপুর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য কটিয়াদী হাসপাতাল থেকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কটিয়াদী হাসপাতালের ডাক্তার নাজমুল করিম জানান, আহত চারজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের বাড়ি জেলার ইটনা উপজেলায়।

কটিয়াদী হাইওয়ে থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। ট্রাকচালক ঘটনার পর পালিয়ে গেছে। নিহতদের মধ্যে অটোরিকশা চালকের পরিচয় পাওয়া গেছে। অন্য দুইজনের পরিচয় জানতে চেষ্টা চলছে।